• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিবির নেতা জুনেদকে কিডন্যাপের চেষ্টা, হাসপাতালে ভর্তি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০১৯
শিবির নেতা জুনেদকে কিডন্যাপের চেষ্টা, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : পূর্ব শত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে সিলেট মহানগর ছাত্রশিবিরের সদস্য ও এমসি কলেজের সাবেক শিবির নেতা মিজানুর রহমান জুনেদের উপর হামলা ও কিডন্যাপের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সিলেট ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ দাসের নেতৃত্বে জুনেদের উপর হামলা ও কিডন্যাপ চেষ্টার অভিযোগ করেছেন জুনেদের ভাই আখলাকুর রহমান জায়েদ।

জায়েদ এ প্রতিবেদককে জানান, আজ সকাল ১১টায় টেকনিক্যাল কলেজে পরীক্ষা শেষে ক্যাম্পাসের বাইরে বাসের জন্য অপেক্ষা করছিলেন জুনেদ। এসময় সিএনজি অটোরিকশা করে সৌরভ দাসের নেতৃত্বে ৪/৫ জন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা তার ভাইয়ের উপর হামলা করে। এসময় তাঁরা জুনেদকে টেনেহিচড়ে কিডন্যাপের উদ্দেশ্যে সিএনজিতে তুলে নিতে চেষ্টা করে। তবে, জুনেদের চিৎকার চেঁচামেচিতে ক্যাম্পাস থেকে কয়েকজন সহপাঠী এগিয়ে এলে সন্ত্রাসীরা জুনেদকে মাটিতে ফেলে সিএনজি অটোরিকশা করে পালিয়ে যায়।

আখলাকুর রহমান জায়েদ আরো জানান, সন্ত্রাসীরা সবাই সাবেক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের সদস্য ও আওয়ামী লীগ নেতা আজাদ-রনজিত গ্রুপের সমর্থক। পূর্ব শত্রুতার জের ধরেই সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। মিজানুর রহমান জুনেদ বর্তমানে সিলেটের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।

পুলিশে রিপোর্ট করেছেন কি না এমন প্রশ্নের জবাবে জায়েদ জানান, রিপোর্ট করতে কোতওয়ালী থানায় গেলে দ্বায়িত্বরত পুলিশ কর্মকর্তা তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তার ভাই শিবির করে কেনো এমন প্রশ্ন করে তাদেরকেও গ্রেফতার করা হবে বলে হুমকি প্রদান করেন।

এ বিষয়ে জানতে কোতওয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।