• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কতোয়ালী থানা শাখার ৩য় সম্মেলন অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ৯, ২০২৪
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কতোয়ালী থানা শাখার ৩য় সম্মেলন অনুষ্ঠিত

একুশে নিউজ ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কতোয়ালী থানা শাখা, সিলেট এর ৩য় সম্মেলন ০৯ মার্চ শনিবার মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে উদীচী সিলেট জেলা সংসদ কর্তৃক জাতীয় সংগীত ও আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সিপিবি, সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে ও শাখা সম্পাদক কমরেড ফজলুর রহমান শিপুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিপিবি, কেন্দ্রীয় কমিটির সদস‍্য ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কমরেড খন্দকার লুৎফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড খায়রুল হাছান ও বাংলাদেশ কৃষক সমিতি, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড জহর লাল দত্ত। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট, সিলেট এর সমন্বয়ক ও বাসদ সিলেট জেলার আহ্বায়ক কমরেড আবু জাফর, সিপিবি, সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী), সিলেট এর আহ্বায়ক কমরেড উজ্জ্বল রায়, সিপিবি, সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড হাবিবুল ইসলাম খোকা, সাবেক সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, চা -শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক সবুজ তাঁতি, সিপিবি, শাহপরাণ থানা শাখার সম্পাদক কমরেড তুহিন কান্তি ধর, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, সিলেট জেলার সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সিপিবি, কতোয়ালী থানা শাখার সদস্য তপন চৌধুরী, দীপিকা চক্রবর্তী, আহমেদুর রশীদ রিপন, জালালাবাদ থানা শাখার সদস্য নিরঞ্জন দাস খোকন, কতোয়ালী শাখার সঞ্জবীর রায়, নিতু কান্ত দাস,ছাত্র ইউনিয়ন, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুক জলিল।

সভায় বক্তাগণ অবিলম্বে তদারকি সরকারের অধীনে নির্বাচন দিয়ে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, দ্রব‍্যমূল‍্য নিয়ন্ত্রণ, রেশনিং ব‍্যবস্থা চালু, চা-শ্রমিকসহ শ্রমিক শ্রেণীর ন‍্যায‍্য মজুরি নির্ধারণ, কৃষি পণ্যের ন‍্যায‍্য মূল‍্য নির্ধারণ, বিদ‍্যুতের বর্ধিত মূল‍্য প্রত‍্যাহার, পাচারকৃত অর্থ উদ্ধার, দুর্নীতিবাজ লুটপাটকারিদের বিরুদ্ধে ব‍্যবস্থা গ্রহণের দাবী জানান এবং এই ফ‍্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দূর্বার গণ আন্দোলন গড়ে তোলে একটি শোষণহীন সাম‍্যের সমাজ প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন।