• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টের উদ্যোগে নারী দিবস পালন

admin
প্রকাশিত মার্চ ১১, ২০২৪
জামালগঞ্জে ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টের উদ্যোগে নারী দিবস পালন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টের উদ্যোগে নারী দিবস পালন করা হয়েছে।
রোববার বিকেলে সাচনা  ইউডিসি’র রামনগর বাজার ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টের উদ্যোগে নারী দিবস পালন করা হয়। সভায় বক্তারা বলেন নারী পুরুষের মধ্যে কোন বৈষম্য থাকতে পারে না ঠিক তেমনি সম বন্ঠন,সম অধিকার প্রয়োগ করা উভয়ের জন্য কল্যাণকর এবং লাভজনক। তাতে কোন প্রকার বাধা আপত্তি আরোপ করা মোটেও সময়োচিত নয়। সাচনা ইউডিসি’র ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং পরিচালক শেরে আলম শেরু’র সভাপতিত্বে ব্যাংক এশিয়া লিঃ এর উপজেলা বিজনেস অফিসার কিশোর কুমার সাহা’র সঞ্চালয়নায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার লিঃ এর জিএম মোহাম্মদ সাইদুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া লিঃ এর আরএম এসেট বিজনেস অফিসার মোহাম্মদ মিনহাজ উদ্দীন, সাচনা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার নারী নেত্রী রাকিবা খাতুন, বীনা রানী দাস, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং সাচনা বাজার (ডিপিও) এজেন্ট রাজেশ কান্তি রায়,এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী রমজান আলী,ইসলাম উদ্দিন,লুৎফা বেগম,শাহিনা বেগম,আছিয়া পারভীন লাইলী প্রমুখ। সবশেষে ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টের পক্ষ থেকে প্রধান অতিথি’র হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।