• ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৪
গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে পুলিশের তল্লাশি

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী সাবেক এক ছাত্রদল নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে বিয়ানীবাজার মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সাইবার নিরাপত্তা আইন মামলার পলাতক আসামি মাহবুবুর রহমান’কে খুঁজতে পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করেছে। যার মামলা নং -২৬০/২০২৩, সস্মারক নং-৯২৫, তারিখ-৩০/১১/২০২৩ খ্রি., ধারা-২৫(১)/২৯/৩১(১)/৩৩ সাইবার নিরাপত্তা আইন।

জানা যায়, আসামি মাহবুবুর রহমান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি যুক্তরাজ্যে যাওয়ার পর থেকে সেখানে নানাবিধ সরকার বিরোধী আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে লেখালেখি করেন। পরে সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন বাদি হয়ে তার উপর বিয়ানীবাজার মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এই মামলার ভিত্তিতেই তার বাড়িতে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

উল্লেখ্য, আসামি মাহবুবুর রহমান গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামের
মো: আব্দুল হেকিমের পুত্র।