
নিজস্ব প্রতিবেদন: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলাধীন কামাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মউর ফার্নিচার এর স্বত্তাধিকারী ও ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মকব্বির আলী গত বুধবার (১৭ আগষ্ট) সকাল আনুমানিক ৯ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন।
আমাদের সংবাদকর্মী হাসপাতালে গিয়ে জানতে পারেন যে, দীর্ঘদিন যাবত নিহত মোঃ মকব্বির আলী ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস ছালামের মধ্যে ৪০ শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এই জায়গাটি কামাল বাজারের পনাউল্লাহ বাজার রোডে হাজী রাশীদ আলী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে অবস্থিত। এই বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার (১১ আগষ্ট) লোকজন সাথে নিয়ে আওয়ামীলীগ নেতা আব্দুস ছালাম জোর করে জায়গাটি দখল করে নেন। দখলের খবর শুনে বিএনপি নেতা মোঃ মকব্বির আলী লোকজন সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে আব্দুস ছালামের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে মোঃ মকব্বির আলীর মাথায় এলোপাতাড়ি কুপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পরেন।
পরবর্তীতে থাকে স্হানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তাহার মাথায় অতিরিক্ত রক্ত করনের ফলে কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার সকালে তিনি মৃত্যুবরন করেন।
হামলায় নিহত মোঃ মকব্বির আলী’র ছেলে কামরান আহমদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আওয়ামিলীগ সন্ত্রাসীরা আমাদের জায়গা দখল করে। আমার বাবা জায়গা উদ্ধার করতে আমাদের সাথে নিয়ে সরজমিনে গেলে আব্দুস ছালাম ও তার সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা চালায়। এমনকি তারা আমার বাবাকে কুপিয়ে আহত করে হত্যা করেছে। আমি পুলিশের কাছে আইনি সহযোগিতা চাইলেও তারা আমার পরিবারকে কোনো সহযোগিতা করেনি। আমি আমার পিতা হত্যার সুবিচার চাই।