• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে ভাই ভাই রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২২
ছাতকে ভাই ভাই রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর

ছাতক প্রতিনিধি : ছাতকের ধারণ বাজারে ভাই ভাই রেস্টুরেন্টে হামলা ও ভাংচুর করেছে সন্ত্রাসীরা। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সন্ত্রাসীরা রেস্টুরেন্টে হামলা করে। হামলাকারীরা রেষ্টুরেন্টের মালামাল ভাংচুর করে ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়।

জানা যায়, ছাতকের চরমহল্লা এলাকার আব্দুর রাজ্জাক ৫ বছর ধরে স্থানীয় ধারণ বাজারে ভাই ভাই রেস্টুরেন্ট পরিচালনা করে আসছেন। রেস্টুরেন্ট ব্যবসা করে তিনি ৩ পুত্রের লেখাপড়ার খরচ বহন করেন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে রাতে আওয়ামী সন্ত্রাসীরা রেষ্টুরেন্টে হামলা ও ভাংচুর করে।

দোকানের মালিক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আমি বিএনপির রাজনীতি করি। আমার ৩ ছেলেও ছাত্রদল ও বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার ২য় ছেলে সালিক উদ্দিন লন্ডনে অবস্থান করছে। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করার জের ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার দোকানে লুটপাট করে। দোকানের সব মালামাল ভাংচুর করে ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়।

তিনি বলেন, রেস্টুরেন্ট ভাংচুর ও লুটপাটের ঘটনায় ছাতক থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। থানা থেকে অস্ত্রের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়।