• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রবাসে থেকেও মামলার আসামি সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুর রহমান

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৩
প্রবাসে থেকেও মামলার আসামি সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার : প্রবাসে থাকা অবস্থায় হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলার আসামি হলেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট  ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুর রহমান। প্রায় এক বছর ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। সিলেটে বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় শফিকুর রহমানকে আসামি করা হয়েছে। কোতোয়ালী থানার মামলা নং-৪৫/৬৫৩, তারিখ: ৩০ নভেম্বর ২০২৩ ইং, সিলেট রেলওয়ে থানার মামলা নং-০৩/০৭, তারিখ: ২৩ নভেম্বর ২০২৩ ইং।

জানা যায়, শফিকুর রহমান প্রায় এক বছর আগে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে চলে যান। ৭ জানুয়ারি ডামি নির্বাচন বাতিল ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সিলেটের বন্দরবাজার ও দক্ষিণ সুরমা এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে এজহারনামীয় আসামি করে পুলিশ বাদী হয়ে কোতোয়ালী মডেল থানা ও সিলেট রেলওয়ে থানায় মামলা দায়ের করে। এসব মামলার আসামি হন শফিকুর রহমান। এসব মামলায় আরো অজ্ঞাতানামা ২০০ জনকে আসামি করা হয়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার জালালপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে শফিকুর রহমানকে না পেয়ে পুলিশ তার মা-বাবার সাথে হুমকি-দামকি ও খারাপ আচরণ করে। এতে তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শফিক প্রবাসে, তবু তাকে মামলার আসামি করা হয়েছে। এটা থেকে বোঝাই যায় সরকারকে খুশি করতে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেছে।’