সারওয়ার জাহান সুমন:: সিলেট সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ও ছাত্রলীগকর্মী তানিম খান হত্যার ঘটনায় জয়নাল আবেদিন ডায়মন্ডকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জানুয়ারী) ভোরে নগরীর রায়নগর এলাকার একটি বাসা থেকে ডায়মন্ডকে আটক করা হয়। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে আরও ৩ জনকে আটক কওে পুলিশ।
তারা হলেন-ছাত্রলীগকর্মী রুহল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ।
শাহপরান থানার ওসি আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ডায়মন্ডের অবস্থান নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক শ্যামল সিলেট।
সিলেটের টিলাগড়ে তানিম হত্যার ঘটনায় মূল আসামী ছাত্রলীগ ক্যাডার ডায়মন্ড দেশ ত্যাগের পরিকল্পনা করছেন বলে জানা গেছে। আমাদের একটি বিশ্বস্থ সূত্র জানায়, তানিমকে হত্যার পরপরই ডায়মন্ড টিলাগড়স্থ তার নিজ বাসা থেকে পালিয়ে নগরীর মিরাবাজারে এক বন্ধুর বাসায় আশ্রয় নেয়। কিন্তু সেখানে রাত কাটাতে পারেনি ডায়মন্ড। দেশ ত্যাগের উদ্দেশ্যে ওই রাতেই একটি কালো কার দিয়ে কোম্পানীগঞ্জের সীমান্ত এলাকায় পাড়ি দেয়। কিন্তু পুলিশী প্রহরার কারণে সীমান্ত পাড় হয়ে ভারতে পালিয়ে যেতে পারেনি। পরে ওই গাড়ি দিয়ে নগরীর টিলাগড়ে পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়।
কোম্পানীগঞ্জে থাকা আমাদের গোয়েন্দা সূত্র জানায়, ডায়মন্ড ভারতে পালিয়ে যেতে অনেক চেষ্টা করে। বোরকা পড়ে নারী সেজে, পরবর্তীতে মুখে আলাদা দাড়ি লাগিয়েও পালাতে চায়। কিন্তু সীমান্তের পুলিশের প্রহরা বেড়ে যাওয়ায় পালাতে পারেনি। পরে কালো গাড়ি করে আবারও সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ থেকে নিশ্চিত হওয়া যায়, ডায়মন্ড টিলাগড়েই অবস্থান করবে।
এদিকে ডায়মন্ডকে ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করতে। সিলেট নগরী সহ সম্ভাব্য সকল জায়গায় পুলিশ গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য: গতকাল রোববার, ৭ জানুুয়ারি, তানিমকে টিলাগড়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
দুটি কলেজে ধর্মঘট, পরীক্ষা স্থগিত: তানিম হত্যার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা সিলেট এমসি কলেজ ও সরকারি কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজের প্রধান ফটকে তালা দিয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগ। ধর্মঘটের কারণে ডিগ্রি (পাস) প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। সোমবার ছিল স্নাতক দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার ফরম ফিলাপের শেষ দিন। কিন্তু অনেক শিক্ষার্থীই কলেজে যেতে পারেননি ছাত্রলীগের বাধায়।
এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ জানান, ডিগ্রি (পাস) প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফরম ফিলাপের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে শিক্ষা বোর্ড।
সড়ক অবরোধ ও আজাদ কাপ বন্ধ: তানিম খান খুনের ঘটনায় রোববার রাতে নগরীর চৌহাট্টায় বিক্ষোভ করে ছাত্রলীগ। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার সকালেও টিলাগড় পয়েন্টে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে ‘রণজিত’ অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা হত্যাকারীদের দ্রত গ্রেফতার ও বিচারের দাবি করেন। অবরোধের কারণে তামাবিল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ হত্যাকান্ডের জন্য তানিমের সহকর্মীরা মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের অনুসারী জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রলীগের গ্রুপের নেতাকর্মীদের দায়ী করছেন। এদিকে বিক্ষোভকারীরা এমসি কলেজ খেলার মাঠে চলমান কাউন্সিলর আজাদ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ক্রিকেট ম্যাচ বন্ধ করে দেয় এবং মাঠের প্যান্ডেল ভাংচুর করে।
তানিমের জানাজা ও দাফন সম্পন্ন: রোববার রাতে তানিমের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পুত্র হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তানিমের বৃদ্ধা মা জাহানারা বেগম ও বাবা ইসরাইল খান। সোমবার দুপুর দেড়টার দিকে নিহত তানিমের বাড়িতে লাশ পৌঁছলে তার মা বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন ও সহপাঠীদের মধ্যে কান্নার রোল পড়ে। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সোমবার বিকাল সাড়ে ৪টায় বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে নিহত তানিমের জানাজা শেষে নিজ বুরুঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নিহত তানিমের বড় ভাই বুরুঙ্গা ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবলু খান কেঁদে কেঁদে বলেন, যারা আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। ভাই হত্যার বিচার যেন হয়- এ দাবি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের পরিবারের।