• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মেজরটিলা থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগ ক্যাডার গ্রেপ্তার

admin
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০
মেজরটিলা থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগ ক্যাডার গ্রেপ্তার

সারওয়ার জাহান সুমন:: সিলেটের মেজরটিলা এলাকা থেকে বিদেশী রিভলবার, গুলি এবং ৫৫ পিস ইয়াবাসহ এক ছাত্রলীগ ক্যাডারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত সোয়া ১টায় আনছার আহম্মেদ (২৬) নামের ওই ছাত্রলীগের সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল মেজরটিলাস্থ গাছবাড়ী চুলাঘর দোকানের সামনে অভিযান চালায় বৃহস্পতিবার রাত সোয়া ১টায়।

এসময় একটি বিদেশী রিভলবার, একটি গুলি এবং ৫৫ পিস ইয়াবাসহ মো. আনছার আহম্মেদকে গ্রেপ্তার করে র‌্যাব। আনছার শাহপরাণ(রঃ) থানার সৈয়দপুর ৪৬ নাম্বার বাসার উনাই মিয়ার ছেলে।

র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।