• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ দুই যুবক গ্রেফতার

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৪
গোয়াইনঘাটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ দুই যুবক গ্রেফতার

একুশে নিউজ ডেস্ক : সিলেটের গোয়াইনঘাটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নে এসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন, বিন্নাকান্দির আব্দুল জলিলের পুত্র কাদির আজাদ (২২) ও বড়নগর মৃত আহমদ আলীর পুত্র দুলাল আহমেদ (২৮)।

গ্রেফতার পরে গোয়াইনঘাট থানায় একটি দায়ের করা হয়েছে।মামলা নং-২১।

গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়,উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত গোসাইনপুর গ্রামের সব্বির মহাজনের বাড়ীর সামনে ফতেপুর-ধুপাগোল যাওয়ার পাঁকা রাস্তায় চেকপোষ্ট করাকালীন সময়ে একটি রেজিষ্টারবিহীন সিএনজি চালিত অটোরিক্সা হইতে বাংলাদেশী মুদ্রার ৮ লক্ষাধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়।

গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।