• ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর প্রতি ন্যাপ সভাপতি মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ও কলামিষ্ট মোঃ আব্দুল ওদুদের কৃতজ্ঞতা

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৪
প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) এর প্রতি ন্যাপ সভাপতি মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ও কলামিষ্ট মোঃ আব্দুল ওদুদের কৃতজ্ঞতা

একুশে নিউজ : অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) ডিভিশনাল হেড, ইন্টারভেনশনাল হেপাটোজি ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, ভিজিটিং প্রফেসর, গ্যাস্ট্রো এন্টারোলোজি ও মেটাবোলজি বিভাগ এহিমে বিশ্ববিদ্যালয় জাপান, মেম্বার বোর্ড অব স্টাডিজ, গ্যাস্ট্রো এন্টারোলজি বিভাগ, অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সায়েন্সেস ইন্ডিয়া মহোদয়ের প্রতি আমি চির কৃতজ্ঞ। মোঃ আব্দুল ওদুদ, ন্যাপ সভাপতি মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ও কলামিষ্ট।

আমি গতকাল ২৬ এপ্রিল ২০২৪ ইং শুক্রবার সকল ১১টা ৪৫ মিনিটের সময় অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) সাহেবকে উনার প্রাইভেট চেম্বার ল্যাড এইড লিমিটেড মেডিকেল রোড সিলেট এর চেম্বারে রোগী হিসেবে দেখাই। উনি আমার রোগের বর্ণনা শুনেন এবং আমি ঢাকা বারডেন হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ ফারুক পাঠান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম ফজলুল হক সাহেবদের প্রেসক্রিপসনের যেসমস্ত ঔষধ সেবন করিতেছি তা উনাকে দেখাই। উনি তা দেখেন। অধ্যাপক ডাঃ স্বপ্নীল আমাকে বলেন অধ্যাপক এ কে এম ফজলুল হক সাহেব যে দুটি অপারেশনের কথা বলেছেন, আপনি সেই দুটি অপারেশন করাইছেন কি না, আমি অধ্যাপক স্বপ্নীল সাহেবকে বলি আমার আর্থিক অসুবিধার কারণে দুটি অপারেশন এখনো করাইতে পারি নাই। অধ্যাপক ডাঃ স্বপ্নীল সাহেব আমাকে ঔষধ দেন এবং কিছু টেস্ট দেন। আমি উনার চেম্বার হইতে বাহির হইয়া উনার দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিকে অধ্যাপক ডাঃ স্বপ্নীল সাহেবের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিকে উনার ভিজিটের ১৫০০ টাকা নেওয়ার জন্য বলি। কিন্তু আর্শ্চয্যজনক হলেও বাস্তব সত্য যে, অধ্যাপক ডাঃ স্বপ্নীল সাহেবের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি বলেন স্যার আমাকে বলেছেন আপনার নিকট হইতে ভিজিট না নেওয়ার জন্য। সুতরাং উনি ভিজিটের ১৫০০ টাকা আমার নিকট থেকে নেন নাই। আমার ধারনা অধ্যাপক ডাঃ স্বপ্নীল সাহেবকে আমি যে বলেছি আর্থিক অসুবিধার জন্য দুটি অপারেশন করাইতে পারি নাই এই দিকটি বিবেচনায় নিয়ে মানবতা ও বিবেকের তারনায় অধ্যাপক ডাঃ স্বপ্নীল সাহেব আমার নিকট হইতে উনার প্রাপ্য ভিজিট ১৫০০ টাকা আমার কাছ থেকে নেন নাই। আমার ৫৬ বছরের রাজনীতিক জীবনে এটি একটি বিরল বিস্ময়কর আর্শ্চয্যকর ঘটনা। উল্লেখ্য যে, অধ্যাপক ডাঃ স্বপ্নীল সাহেব আমার আত্বীয় নন, পূর্বেও কোনো দিন উনার সাথে পরিচয় ও সাক্ষাত আমার হয় নাই। দেশের কোথায়ও প্রাইভেট চেম্বারে রোগী দেখে ডাক্তার সাহেবরা ভিজিট নেন না এধরনের কোনো দৃষ্টান্ত আমার জানা নেই। তাই আমি দেশ তথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিকিৎসক, গবেষক, লেখক অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব (স্বপ্নীল) সাহেবের নিকট চিরকৃতজ্ঞ।

 

বার্তাপ্রেরক
বীর মুক্তিযোদ্ধা গোপাল রঞ্জন দেব
সভাপতি
ন্যাপ সুনামগঞ্জ জেলা কমিটি
মোবাঃ ০১৭৪৩৯০০৫৯৯
২৭.০৪.২০২৪