• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্রদল নেতা ইয়াছিন আহমেদ রাকানের বাসায় পুলিশের তল্লাশীর নামে হয়রানী ও ভাংচুর

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৯, ২০২৪
ছাত্রদল নেতা ইয়াছিন আহমেদ রাকানের বাসায় পুলিশের তল্লাশীর নামে হয়রানী ও ভাংচুর

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান থানার ছাত্রদল নেতা ইয়াছিন আহমেদ রাকানের বাসায় তল্লাশির নামে হয়রানী চালিয়েছে পুলিশ। গত বুধবার (২৮ ফেব্রয়ারি ২০২৪) রাতে ছাত্রদল নেতা ইয়াছিন আহমেদ রাকানের ইসলামপুরস্থ নুরপুরের ৬০নং বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০২৩ সালে শাহপরাণ (রহ.) থানায় ছাত্রদল নেতা ইয়াছিন আহমেদ রাকানের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজিতেছে। পুলিশ ইয়াছিন আহমেদ রাকানকে গ্রেফতার করার জন্য তার বাসায় তল্লাশী নামে ভাংচুর ও পরিবারের সদস্যদেরকে হয়রানী করছে। এতে ছাত্রদল নেতা ইয়াছিন আহমেদ রাকানের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ইয়াছিন আহমেদ রাকানের মা নাজমা বেগম অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে ছাত্রদল করার কারণে আমার বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়ে ভাংচুর, ভয়ভীতি প্রদর্শন করেছে। বিগত সময়ে রাজনৈতিক ভাবে দায়েরকৃত আমার ছেলের বিরুদ্ধে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।আমার ছেলে প্রবাসে থাকার পরও পুলিশ আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। পুলিশ আমাকে হুমকি-দামকি দেয়। আমার ছেলেকে যেখানে পাবে ক্রসফায়ার করে হত্যা করবে বলে আমাকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। এ ঘটনায় ছাত্রদল নেতা ইয়াছিন আহমেদ রাকানের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।

শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ছাত্রদল নেতা ইয়াছিন আহমেদ রাকানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। আইনশৃঙ্খলা যাতে বিঘিত না হয় সেজন্য গ্রেফতারের অভিযান চালানো হয়।