• ২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটের শিবগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছালেহা বেগম হাসপাতালে চিকিৎসাধীন

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৩
সিলেটের শিবগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছালেহা বেগম হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদনঃ সিলেট জেলার কানাইঘাট থানাধীন নয়ামাটিপাহাড় গ্রামের বাসিন্দা সিলেট জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক আলী হুসাইনের স্ত্রী ছালেহা বেগম শিবগঞ্জ লামাপাড়া নামক স্থানে মঙ্গলবার (২১ নভেম্বর) আনুমানিক দুপুর ২ ঘটিকার সময় সন্ত্রাসী হামলার শিকার হন। ছালেহা বেগম দীর্ঘদিন যাবত শিবগঞ্জ লামাপাড়ায় একটি বাসায় একমাত্র মেয়েকে নিয়ে বসবাস করেন।

হামলার ঘটনা শুনে আমাদের সংবাদকর্মী হাসপাতালে গিয়ে জানতে পারে যে ছালেহা বেগম বাসা থেকে বাহির হয়ে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে লামাপাড়া গলির মূখে যাওয়া মাত্রই হামলার শিকার হন। হামলার বিষয়ে আহত ছালেহা বেগমের সাথে কথা বললে তিনি বলেন এই হামলা পরিকল্পিত। আমার স্বামীর সাথে পূর্ব বিরোধের জের ধরেই আওয়ামীলীগ নেতা কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এর সন্ত্রাসীরা ও ছাত্রলীগ নেতা এম রায়হান চৌধুরী একত্রিত হয়ে আমার উপরে হামলা চালিয়েছে। তাদের ভয়ে আমি ও আমার পরিবার সব সময় আতংকের মধ্যে থাকি। অপরদিকে মায়ের আহতের খবর শুনে একমাত্র মেয়ে নিশাত হুসাইন মাকে দেখতে হাসপাতালে ছুটে আসে।

উল্লেখ্য যে, হামলায় আহত ছালেহা বেগমের স্বামী ছাত্রদল নেতা আলী হুসাইন একটি হত্যা মামলা আসামী সহ আরো একাধিক মামলার আসামী হয়ে দেশ পলাতক আছেন।