একুশে নিউজ ডেস্ক : ঐতিহাসিক “মুল্লুক চলো” আন্দোলনের ১০৩তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে সোমবার (২০ মে) সকাল ১০টায় তারাপুর চা বাগানের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা নেতা দিলীপ হালদার এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, তারাপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি চৈতন্য মুদি, চা শ্রমিক ফেডারেশনের বিজয় মুদি, শরৎ ভুমিজ, বেলা রায়, মিন্টু মবর, নরেন নায়েক, শেফালী রায়,রানী নায়েক প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা ২০ মে’কে সবেতন ছুটিসহ চা শ্রমিক অধিকার দিবস ঘোষণা করা, দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা, চা
শ্রমিকদের ভূমির স্হায়ী মালিকানা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা চা শ্রমিকদের দাবি মেনে নিয়ে অবিলম্বে তারাপুর চা বাগান খুলে দেওয়ার আহ্বান।
এখানে উল্লেখ্য মুল্লুক চলো দিবস উপলক্ষে রবিবার বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মৌলভীবাজারে শহরে লাল পতাকা মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।