• ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকার বিরোধী বক্তব্য দেয়ার জেরে ছাত্রশিবির নেতা জামিল আহমদের বাড়িতে ভাংচুর ও অগ্নিকান্ড

admin
প্রকাশিত মে ১, ২০২৩
সরকার বিরোধী বক্তব্য দেয়ার জেরে ছাত্রশিবির নেতা জামিল আহমদের বাড়িতে ভাংচুর ও অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা জামিল আহমদের সাথে পূর্বের শত্রুতার জের ধরে বাড়িতে হামলা, ভাংচুর ও গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গত রোববার ৩০ এপ্রিল ২০২৩ সালে রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা জামিল আহমদের বাড়িতে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মোগলাবাজার থানা পূর্ব শাখার কর্মী ও মোগলাবাজার ইউনিয়ন এর বায়তুলমাল সম্পাদক ছাত্রশিবির নেতা জামিল আহমদের বাড়িতে সরকার দলীয় ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা, ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এতে তিনটি গরু পুড়ে যায় ও ৬ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়।

জামিল আহমদে মাতা আক্তারুন বেগম অভিযোগ করে বলেন, আমার প্রবাসী ছেলে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির করার কারণে আমার বাড়িতে ছাত্রলীগের নেতাকর্মীরা তল্লাশী চালিয়ে হামলা, ভাংচুর আগুন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে। আমার ছেলে প্রবাসে থাকার পরও পুলিশ আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। ছাত্রলীগের কর্মীরা আমাকে হুমকি-দামকি দেয়। আমার ছেলেকে যেখানে পাবে ক্রসফায়ার করে হত্যা করবে বলে আমাকে হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়। এ ঘটনায় জামিল আহমদের পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন। এঘটনার পর থেকে জামিল আহমদ নিরাপত্তাহীনতার কারণে দেশ ত্যাগ করেছেন।