• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক দলনেতা আহমদ আল আফজলের বাড়িতে সাজা পরোয়ানা নিয়ে পুলিশের তল্লাশী ও ভাংচুর

admin
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৪

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলনেতা আহমদ আল আফজলের সাজা পরোয়ানা জারি হওয়ায় তার বাড়িতে তল্লাশি ও ভাংচুর চালিয়েছে পুলিশ। গত ১৮ এপ্রিল ২০২৪ রাতে জকিগঞ্জ থানার হাসিতলা গ্রামে আহমদ আল আফজলের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ২০১৭ সালে কোতোয়ালী থানায় জেলা স্বেচ্ছাসেবক দলনেতা আহমদ আল আফজলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার বিরুদ্ধে ১০ বছরের সাজা হওয়ার কারণে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য হন্য হয়ে খুঁজিতেছে। পুলিশ আহমদ আল আফজলকে গ্রেফতার করার জন্য তার বাড়িতে তল্লাশী ও ভাংচুর চালিয়ে পরিবারের সদস্যদেরকে হয়রানী করছে।

আহমদ আল আফজলের বাবা সফিক আহমদ অভিযোগ করে বলেন, আমার ছেলে বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূল রাজনৈতিক মামলায় ১০ বছরের সাজা হওয়ার কারণে আমার বাড়িতে পুলিশ তল্লাশী ও ভাংচুর চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে। বিগত সময়ে রাজনৈতিকভাবে দায়েরকৃত আমার ছেলের বিরুদ্ধে একটি মামলার সাজা পরোয়ানা জারি রয়েছে। আমার ছেলে প্রবাসে থাকার পরও পুলিশ আমাকে ও আমার পরিবারের অন্যান্য সদস্যদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। পুলিশ আমাকে হুমকি দিয়ে বলে যে, তর ছেলেকে যেখানে পাবো সেখানে ক্রসফায়ার করা হবে। এ ঘটনায় আমার পরিবার চরম আতংকের মধ্যে জীবনযাপন করছে। তিনি আইনশৃঙ্খলার উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সহযোগীতা কামনা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জেলা স্বেচ্ছাসেবক দলনেতা আহমদ আল আফজলের বিরুদ্ধে সাজা হওয়ায় পুলিশ তার বাড়িতে তল্লাশী চালায়। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ অনেক খুঁজাখুঁজি করছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।