• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য প্রবাসী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোতাহার হোসেনের মেহেদীর বাড়িতে পুলিশের তল্লাশী

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৪
দক্ষিণ সুরমায় যুক্তরাজ্য প্রবাসী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোতাহার হোসেনের মেহেদীর বাড়িতে পুলিশের তল্লাশী

নিজস্ব প্রতিবেদক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ইসলাম নগর বলদি এলাকার নজরুল ইসলামের পুত্র যুক্তরাজ্য প্রবাসী তেতলী ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো: মোতাহার হোসেন মেহেদীর দেশের বাড়িতে গত ২ জানুয়ারী মঙ্গলবার গভীর রাতে পুলিশ কর্তৃক হয়রানী ও তল্লাশী শেষে তার ছোট ভাই মওদুদ হোসেন ইয়ামানকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।

জানা যায় মোতাহার হোসেন দেশে থাকা অবস্থায় ছাত্র শিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় নির্বাচন উপলক্ষে সারাদেশে পুলিশ অভিযান চালায়। এর কারনে গত মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শিবির নেতা মোতাহার হোসেন মেহেদীর বাড়িতে আসার খবর পায়, সাথে সাথে পুলিশ এসে তার বাড়িতে অভিযান চালায়। তখন পুলিশ এসে বাড়িতে আসবাবপত্র ভাংচুর করে ও মানুষজনকে হয়রানি করে এবং মহিলাদের সাথে অসদাচরণ করে এক ভিতীকর পরিবেশ সৃষ্টি করে। একপর্যায়ে মোতাহার হোসেন মেহেদীকে না পেয়ে তার ছোট ভাই মওদুদ হোসেন ইয়ামান (১৯) বছর কে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

এছাড়া ও মোতাহার হোসেন মেহেদীকে না পেয়ে গত ২০২৩ সালের ১০ ডিসেম্বর রবিবার গভীর রাতে পুলিশ এসে বাড়িতে অভিযান ও ভাংচুর করে ও পরিবারের সদস্যদের গ্রেফতার করবে বলে ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়।

এ নিয়ে মোতাহার হোসেন মেহেদীর মাতা ছোট ছেলে মওদুদ হোসেন ইয়ামানের গ্রেফতার শুনে স্ট্রোক করলে সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয় পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এবং ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন পরে ১৩ জানুয়ারী মোতাহার হোসেন মেহেদী এর ছোট ভাই মওদুদ হোসেন ইয়ামান জেল থেকে ছাড়া পান।

শিবির নেতা মোতাহার হোসেন মেহেদীর বাড়িতে থাকা আত্মীয়-স্বজনদের ও আওয়ামী লীগের দলীয় লোকজন আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থার কিছু সদস্য হুমকি দিচ্ছে বলেও খবর পাওয়া গেছে। তার আত্মীয়-স্বজনরা প্রাণে বাঁচতে বাসা বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আওয়ামীলীগ ও পুলিশের হয়রানির জন্য মোতাহার হোসেন মেহেদীর বাবা নজরুল ইসলাম অসুস্থ হয়ে পড়েছেন।

যুক্তরাজ্য প্রবাসী শিবির নেতা মোতাহার হোসেন মেহেদীর পক্ষে সিলেট জেলা জামাত ইসলামী দল প্রতিবাদ জানায়।