একুশে নিউজ ডেস্ক : সিলেটের কৃতি সন্তান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, দি এইডেড হাইস্কুল প্রাক্তন শিক্ষক (১৯৫১-১৯৯৯) মরহুম আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক তানুমিয়া স্মরণে ৬ জুন ২০২৪ বৃহস্পতিবার “ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশন” গঠন করা হয়। ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের পরিচালনা কমিটির উদ্যোগে মঙ্গলবার (১৮ জুন) গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে মরহুম হাজী মেন্দি মিয়ার বাড়ীতে ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়।
ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালনা কমিটির সভাপতি আল-হিলাল আহমদের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি লুৎফুল বারী লিটন। ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি বদরুল আলম বদরুল, সহ-সভাপতি খছরুজ্জামান খছরু, লুৎফুল বারী লিটন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জগলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক লেবু মিয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া, দপ্তর সম্পাদক ছালিক আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, যুব ও ক্রীড়া সম্পাদক শাহজাহান আলম সানি, প্রচার সম্পাদক আবিদুর রহমান জুমন, সহ-প্রচার সম্পাদক ইউনুছ মিয়া, সদস্য মুসলিম মিয়া, মোঃ আব্দুল, আবির আহমদ, মাহবুব আহমদ, অন্যান্যদের মধ্যে মোঃ দুদু মিয়া, নুরুল ইসলাম, রাফি আহমদ, জহির রায়হান রাহী, নাঈমুল ইসলাম মাহফুজ, ওলীদুল ইসলাম ইফতি ও তোফায়েল আহমদ।
ঈদ পুণর্মিলনীতে উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক কর্মতৎপরতার উপর কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তন্মধ্যে প্রতি ইংরেজী মাসের শেষ বৃহস্পতিবার মাসিক সভা ও জুন মাসের শেষ বৃহস্পতিবার অর্থাৎ আগামী ২৭ জুন ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি প্রাথমিক তহবিল গঠন, সদস্য ফি নির্ধারণ, ২৩ জুন হতে ২৬ জুনের মধ্যে ব্যাংক একাউন্ট খোলার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়।
ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান থেকে আগামী ২৭ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় মরহুম আব্দুর রহমান (মহুরী) এর বাড়িতে ফজলুল হক তানুমিয়া ফাউন্ডেশনের প্রথম মাসিক সভায় ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।