• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাজনগর উপজেলা আাওয়ামীলীগের সভাপতি’র মৃত্যুতে সিলেট ইয়াং স্টারের অপরেশ দাস অপুর শোক

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২১
রাজনগর উপজেলা আাওয়ামীলীগের সভাপতি’র মৃত্যুতে সিলেট ইয়াং স্টারের অপরেশ দাস অপুর শোক

একুশে নিউজ ডেস্ক:: রাজনগর উপজেলা আাওয়ামীলীগ এর দ্বীর্ঘ দিনের সভাপতি, উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান, রাজনগরের মাঠি ও মানুষের নেতা অত্যন্ত সদালাপী, পরোপকারী বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুরব্বি আলহাজ্ব মোঃ মিছবাহুদ্দোজা ভেলাই মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও আাওয়ামীলীগ নেতা অপরেশ দাস অপু।

শোকবার্তায় তিনি বলেন, রাজনগরের রাজনীতি তথা সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রদূতের মৃত্যুতে অপরনীয় ক্ষতি হলো সর্বমহলের যা হয়তো অপুরনীয় থেকেই যাবে। সৃষ্টিকর্তার নিকট উনার আত্মার চিরশান্তি ও পরিবারের সকল সদস্যদের শোক সহিবার ও ধৈর্য ধারনের শক্তি কামনা করেন।