• ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে সরকারি কাজে বাঁধা প্রদানে মণি রায় নামে একজনকে ৭ দিনের কারাদন্ড

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪
জামালগঞ্জে সরকারি কাজে বাঁধা প্রদানে মণি রায় নামে একজনকে ৭ দিনের কারাদন্ড

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারি কাজে বাঁধা দেয়ায় মণি রায় নামে একজনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জানাযায়, সোমবার বিকেলে উপজেলার সাচনা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় সাচনা গ্রামের মৃত যতিন্দ্র মোহন রায়ের ছেলে মণি রায় সরকারি কর্মকর্তাকে তাঁর কর্তব্য সম্পাদনে বাঁধা প্রদানের চেষ্টা করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর পেনাল কোর্ড ১৮৬ ধারায় ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, সরকারি কাজে বাঁধা দেওয়ার অপরাধে পেনাল কোর্ড ১৮৬ ধারায় তাকে ৭ দিনের সাজা দেওয়া হয়েছে।
জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, সাজাপ্রাপ্ত মণি রায়কে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।