• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে নৌ-পুলিশের ৪০ কেজি গাজা উদ্ধার

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৪
জামালগঞ্জে নৌ-পুলিশের ৪০ কেজি গাজা উদ্ধার

জামালগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জে ৪০ কেজি গাজা উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার ফেনারবাক ইউনিয়নের জামলাবাজ গ্রামের পাশে সুরমা নদী থেকে গাজাগুলো উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করতে না পারলেও গাজা বহনকারী ইঞ্জিন চালিত নৌকাটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন লালপুর নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান।
তিনি বলেন মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের একটি টিম জামলাবাজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঘাটে সুরমা নদীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাজা উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। মাদক বহনে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, গাজা উদ্ধারের ঘটনায় জামালগঞ্জ থানার ফেনারবাক ইউনিয়নের জামলাবাজ গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো: হানিফ মিয়া, আব্দুল ওয়াহাবের ছেলে আইনুল হক, তাজুল ইসলামের ছেলে মো: আমিনুলকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।