• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একযুগেও গ্রেফতার হয়নি আসকর ও ফারুক হত্যা মামলার আসামীরা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪
একযুগেও গ্রেফতার হয়নি আসকর ও ফারুক হত্যা মামলার আসামীরা

একুশে নিউজ ডেস্ক : প্রায় একযুগেও গ্রেফতার হয়নি দক্ষিণ সুরমা ৮নং মোগলাবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ড ধোপাকান্দি চানপুর গ্রামের বাসিন্দা আসকর আলী ও ফারুক হত্যা মামলার আসামীরা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের জানুয়ারি মাসের ১৮ তারিখে সকাল ১১টা ৪০ মিনিটের সময় ধোপাকান্দি চানপুর আনোয়ার আলীর জমির ফারংপাশা মৌজার ৩০০ ফুট পূর্ব দিকে আনুমানিক প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে এ হত্যার ঘটনা ঘটে। ঘটনার দিন রাত সাড়ে ১০টার দিকে সিলেটের এসএমপি মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মোগলাবাজার থানার মৃত মোবারক আলীর ছেলে আব্দুল মান্নান হীরা। যার মোগলাবাজার থানার মামলা নং-০৮, তাং-১৮/০১/১৩খ্রিঃ, ধারা- ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩০৭/৩২৬/৩২৫/৩২৪/৩২৩/১১৪/৩৪ দঃ বিঃ। জি. আর নম্বর-০৮/১৩।

মামলার ৩নং আসামী ধোপাকান্দি চাঁনপুর গ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে মুকিত (৪৫), ৪নং আসামী মৃত রেনু মিয়ার ছেলে আদনান (৩০) ও ৭নং আসামী ওয়াহিদ মিয়ার ছেলে জয়নুল (৩০) এখনও পলাতক রয়েছেন। মামলার অন্যান্য আসামীরা বর্তমানে জামিনে মুক্ত আছেন।

মামলা সূত্রে আরো জানা যায়, সর্বশেষ ২০২৩ সালে ১২ সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করে মাননীয় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিলেট। আসামীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়ত আসামীদের স্বজনদের বাড়ি ও অন্যান্য সম্ভাব্য জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছেন।

এদিকে মামলার বাদী আব্দুল মান্নান হীরা বলেন, প্রায় ১১ বছর ৮ মাস অতিবাহিত হলেও পালিয়ে যাওয়া আসামীরা এখনও ধরাছুয়ার বাইরে রয়ে গেছে। আসামীদের গ্রেফতারে প্রশাসনের হস্তপেক্ষপ কামনা করেছেন তিনি।