• ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫
জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ

জাতীয় পার্টির মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ।

সোমবার সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, মিথ্যা মামলায় গ্রেফতারের মাধ্যমে সরকার তাদের প্রকৃত রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তারা অভিযোগ করেন, সরকারের সমালোচনা করে একে ‘আইসিইউতে থাকা সরকার’ বলায় পরিকল্পিতভাবে জাতীয় পার্টির মহাসচিবকে হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে। তারা অবিলম্বে গ্রেফতারকৃত মহাসচিব কাজী মামুনুর রশীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।