
স্লিম ডিজাইন থাকা সত্ত্বেও শক্তিশালী ব্যাটারির একটি স্মার্টফোন পেলে কে না খুশি হয়? ব্যবহারকারীদের চলার পথে সুবিধা ও স্বাচ্ছন্দ্য দিতে নতুন উদ্যমে এগিয়ে এসেছে ভিভো। স্মার্টফোনের দুনিয়ায় নতুন আলোড়ন তুলতে ভিভো নিয়ে আসছে ৭.৭৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইনের একটি শক্তিশালী স্মার্টফোন—ভিভো ভি৫০ লাইট।
নতুন এই ফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি, যা স্লিম ও কমপ্যাক্ট ডিজাইনেও দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করে। এতে ব্যবহৃত উন্নত সিলিং প্রযুক্তি এবং শক্তি ধরে রাখার ক্ষমতার কারণে ব্যবহারকারীরা নিশ্চিন্তে স্ট্রিমিং ও গেমিং উপভোগ করতে পারেন, আবার প্রিয়জনদের সঙ্গেও থাকেন নিরবচ্ছিন্ন সংযোগে।
শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে চার্জ দেওয়ার বিরক্তিকর অভিজ্ঞতা থেকেও মুক্তি দেবে ভিভো ভি৫০ লাইট। এতে রয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং সুবিধা এবং দীর্ঘ সময় ধরে চার্জ ধরে রাখার সক্ষমতা। ফলে ব্যবহারকারীদের বারবার চার্জার বা পাওয়ার ব্যাংক বহন করতে হবে না।
ভাবুন তো, যদি শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ফোনটির ডিজাইনও হয় দৃষ্টিনন্দন? ভিভো ভি৫০ লাইট ঠিক এমনই একটি ফোন। এর টাইটানিয়াম গোল্ড সংস্করণে ফুটে উঠেছে সূর্যাস্তের সোনালি আভা, যা ফোনে আভিজাত্য ও প্রিমিয়াম ফিনিশ যুক্ত করে। ইউনিক রঙ, হাই-গ্লস মেটাল ফ্রেম এবং ৭.৭৯ মিমি স্লিম ডিজাইনের ফলে স্টাইলের দিক থেকেও এই ফোনটি অনন্য।
ফোনটির ওজন মাত্র ১৯৬ গ্রাম, যা একে করে তুলেছে অত্যন্ত হালকা ও আরামদায়ক। এমনকি এটি একটি ঘড়ি, বালা কিংবা ফাউন্টেন পেনের চেয়েও স্লিম, ফলে সহজেই জায়গা করে নিতে পারে যেকোনো ব্যাগ কিংবা পকেটে।
ভিভো ভি৫০ লাইটে আরও রয়েছে ৬.৭৭ ইঞ্চির বড় ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত আল্ট্রা ভিশন অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লে, যা নিশ্চিত করে দ্রুত এবং মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফলে চোখের আরামদায়ক ব্যবহারের জন্যও এটি উপযোগী।
ফোনটি হাতে পেতে স্মার্টফোনপ্রেমীদের অপেক্ষা করতে হবে না খুব বেশি দিন। খুব শিগগিরই বাজারে আসছে ভিভোর এই আল্ট্রা স্লিম ও শক্তিশালী ফোন—ভিভো ভি৫০ লাইট। টাইটানিয়াম গোল্ড ছাড়াও এটি পাওয়া যাবে ফ্যান্টম ব্ল্যাক রঙেও।