• ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

মো. ছরওয়ার হোসেনের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

admin
প্রকাশিত মে ২৪, ২০২৫
মো. ছরওয়ার হোসেনের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

মোঃ ছরওয়ার হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট “Sarwar Hussain” আইডিটি হ্যাক হয়ে গেছে। আমার জীবনের মানহানির নিরপত্তা চেয়ে মোঃ ছরওয়ার হোসেনের শনিবার (২৪ মে) বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর: ১৩৯৭)

জিডিতে তিনি উল্লেখ করেন, শনিবার ৩টা ৪৫ মিনিটে আমার ফেইসুক আইডিতে অজ্ঞাতনামা লোকজন আমার নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুক “Sarwar Hussain” (যাহার প্রোপাইল https: www.// facebook.com/profile.php?id=615739557 36593) নামক আইডি খুলিয়া আমার ছবি পোষ্ট করে এবং উক্ত আইডি হইতে আমার পরিচিত ব্যক্তিদেরকে মেসেজ দিয়ে টাকা চায়। অজ্ঞাতনামা ব্যাক্তির এইরুপ কার্যকলাপে আমি মানসিকভাবে বিপর্যন্ত ও বিব্রতবোধ করছি। অজ্ঞাতনামা ব্যক্তি উক্ত ফেইসবুক আইডি থেকে রাষ্ট্র বিরোধী কোন কিছু পোষ্ট করে আমার মান সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করে আমাকে বিপদে ফেলতে পারে এবং সম্মানহানী ঘটাবে।

এ ব্যাপারে মোঃ ছরওয়ার হোসেন বলেন, আমার আইডি থেকে দেশ, রাষ্ট্র ও সমাজ বিরোধী কোনো পোস্ট কিংবা কারো কাছে টাকা দাবী করলে এই দায়ভার তিনি নিবেন না। সবাইকে আপাতত তার আইডি থেকে আসা বার্তা এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।