• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসকন সিলেটে হেরা পঞ্চমী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৫
ইসকন সিলেটে হেরা পঞ্চমী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

রথযাত্রার পঞ্চম দিনে ইসকন সিলেট মন্দিরে মঙ্গলবার (১ জুলাই) পালিত হলো হেরা পঞ্চমী যা ভগবতী লক্ষ্মীদেবীর বিজয় উৎসব হিসেবেও পরিচিত। এই দিনটি উপলক্ষে মন্দির চত্বরে সৃষ্টি হয় এক ভক্তিময় ও সাংস্কৃতিক পরিবেশ। সন্ধ্যায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত, কীর্তন, নৃত্য ও শ্রীশ্রী জগন্নাথদেবের লীলাভিত্তিক নাটিকা। স্থানীয় ও আগত ভক্তরা উৎসবের এই অংশে অংশগ্রহণ করে গভীর ভক্তিভাবে। দর্শনার্থীরা বলেন, “এই ধরনের অনুষ্ঠান আমাদের আধ্যাত্মিকভাবে উজ্জীবিত করে তোলে।”

আয়োজকরা জানান, প্রতিদিনের মতো আজও প্রসাদ বিতরণ ও ভক্তদের অংশগ্রহণে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখযোগ্যভাবে, আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। সেই দিন শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী রথে চড়ে ফিরবেন নিজ মন্দিরে।