• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে চেক হস্তান্তর করলো সাধারণ বীমা কর্পোরেশন

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২৫
সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে চেক হস্তান্তর করলো সাধারণ বীমা কর্পোরেশন

অগ্রণী ব্যাংকের একটি গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে অগ্রণী ব্যাংক থেকে প্রয়োজনীয় কাগজপত্র মে মাসের শেষ সপ্তাহে আমাদের নিকট সরবরাহ করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে জুনের ৩০ তারিখে ক্ষতিপূরণের চেক ইস্যু করা হয়। বৃহস্পতিবার (১০ জুলাই) সাধারণ বীমা কর্পোরেশন সিলেট এর জোনাল হেড ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ মহিবুল ইসলাম, অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক আব্দুল লতিফের নিকট চেকটি হস্তান্তর করেন।

উল্লেখ্য, আইন অনুযায়ী (বীমা আইন ২০১৯ এর ১৬ ধারা) বীমাযোগ্য সরকারি সম্পত্তির বীমা দেশের একমাত্র নন্-লাইফ রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান ‘সাধারণ বীমা কর্পোরেশন’ থেকে গ্রহণ করা বাধ্যতামূলক। আর সে কারণেই অগ্রণী ব্যাংকের গাড়িটি সাধারণ বীমা কর্পোরেশনের নিকট বীমাকৃত ছিল।