• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এসএসসি-২০১১ ও এইচএসসি-২০১৩ ব্যাচ সিলেট বিভাগীয় কমিটি গঠন

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২০
এসএসসি-২০১১ ও এইচএসসি-২০১৩ ব্যাচ সিলেট বিভাগীয় কমিটি গঠন

একুশে নিউজ ডেস্ক:: এসএসসি-২০১১ ও এইচএসসি-২০১৩ ব্যাচ সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেট নগরীর জিন্দাবাজারে ব্যাচের বিভাগের ৪ জেলার শিক্ষার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এম. শামীম আহমদকে আহ্বায়ক ও শাহাব উদ্দিনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন, ছাতকের তোফায়েল আহমদ শুভ, মৌলভীবাজারের দিপক সিনহা, সুনামগঞ্জের মারুফ আহমদ, দক্ষিণ সুরমার রশিদ আহমদ, কোম্পানীগঞ্জের রনি, গোয়াইনঘাটের খুর্শেদ আলী, হোসাইন আহমদ, বিশ্বনাথের সুমন আহমেদ, মাহবুব হোসাইন মাসুম, দিরাইর জুনাইদ আহমেদ, নোমান বিন ছালেহ, গোয়ালাবাজারের মকসুদ চৌধুরী, শাহানুর আহমেদ, কাওছার আহমেদ, মুর্শেদ আহমেদ, তানভীর আহমেদ, রাজন আহমেদ, তোফায়েল আহমেদ রাজন, সিলেট সদরের জাহির আহমেদ সুলতান, ছাতকের কাওছার আহমেদ, দিরাইর রিয়াদ আহমেদ, মুরাদ তালুকদার, মোরসালিন হক রাহী, শায়েস্তা আহমেদ, মোস্তাফিজুর রহমান মিলন, ফয়সল আহমেদ, হোসাইন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন, মোনাঈম আহমদ, কেশব চক্রবর্তী, সাদি পুলক, আরিফ আহমদ, আশিক আহমদ, সুমন আহমেদ, রনি রয়, পাবেল আহমদ, নাসির, শাহানুর আলম, রাহী রিয়াদ মুরাদ, পঙ্কজ, চঞ্চল, সুজিত প্রমুখ।