• ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

এপেক্স জেলা-৪ এর গভর্নর এপে. শাহেদুর রহমানের জন্মদিন উদযাপন

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২১
এপেক্স জেলা-৪ এর গভর্নর এপে. শাহেদুর রহমানের জন্মদিন উদযাপন

একুশেনিউজ ডেস্ক::
এপেক্স জেলা-৪ এর গভর্নর এপে. মো. শাহেদুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার (২৭ জানুয়ারি) রাতে এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর উদ্যোগে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত রেস্টুরেন্টে কেক কাটা হয়। পরে গভর্নরকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান এপেক্স নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর লাইফ গভর্নর এপে. আক্তার হোসাইন খান, লাইফ মেম্বার এপে. এড. আতিকুর রহমান সাবু, অতিত গভর্নর এপে. এড. মিসবাহুর রহমান আলম, অতিত গভর্নর এপে. এড. মাসুম আহমেদ, জেলা সেক্রেটারি এপে. মো. নাজমুল হুদা, এপে. এড. মো. শফিকুল ইসলাম, এপে. এড. জালাল উদ্দীন, এপে. জয়ন্ত চন্দ্র ধর, এপে. মো. বাবুল মিয়া, এপে. এড. শহিনুল ইসলাম, এপে. শাহ মো. লোকমান আলী, এপে. এ কে আজাদ ফাহিম, এপে. এড. মো. আব্দুল্লাহ আল হেলাল, এপে. মাসুম, এপে. এড. আকমল খান, এপে. ইউনুস কবির, এপে. নির্মল পাল প্রমুখ।