• ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে জায়গা দখলে জেরে সংঘর্ষ, আহত ৪

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
কানাইঘাটে জায়গা দখলে জেরে সংঘর্ষ, আহত ৪

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার চাপনগর গ্রামের আবুল বশর এবং তার পরিবার সহ হামলার শিকার স্থানীয় রাজনৈতিক নেতা কবির আহমদের দ্বারা।

জানা যায়, জায়গা দখলের ঊদ্দ্যেশ্যে আবুল বশরের চাচাতো ভাই (প্রভাবশালী নেতা) হামলা করে আবুল বশর ও তার পরিবারের ঊপর। এতে আবুল বশর ও তার ২ ছেলে ও স্ত্রী সিরাজুন নেছা আহত হন এবং গুরুতর আহত হন তার বড় ছেলে সেলিম আহমদ এবং আহত অবস্থায় তাকে সিলেট সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায় স্থানীয় নেতা হুমায়ুন কবির তিনি বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা।দীর্ঘদিন যাবত ভোক্তভোগি আবুল বশর ও তার পরিবার নির্যাতনের শ্বীকার স্থানীয় আওয়ামীলিগ নেতা হুমায়ুন কবির আহমদের দ্বারা।ভোক্তভোগী আবুল বশর স্থানীয় থানায় যায় হুমায়ুন কবির এবং তার ভাড়া করা ত্রাসদের ঊপর মামলা দেওয়ার জন্য। এতে হুমায়ুন কবির আওয়ামীলিগ নেতা হওয়ার কারণে পুলিশ তাদের মামলা হাতে নেয়নি।