• ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কানাডা প্রবাসী রাজীব পালের উপর দুর্বৃত্তের হামলা

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫
কানাডা প্রবাসী রাজীব পালের উপর দুর্বৃত্তের হামলা

স্টাফ রিপোর্টার: গত ২৮ আগষ্ট ২০২৫ তারিখে কানাডা প্রবাসী রাজীব পালের উপর দুর্বৃত্তরা হামলা করে। আমরা জানতে পারি যে, রাজীব পাল বাগবাড়ী হইতে লামাবাজার তার নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা দিয়ে বাগবাড়ী সড়কের মদিনা মার্কেট পয়েন্টে সন্ধা অনুমান ০৫.২০ ঘটিকার সময় আসা মাত্র পূর্ব পরিকল্পিতভাবে রাস্তায় ধার করায়। রাজীব পালকে দুর্বৃত্তরা তার ঠিকানা জিজ্ঞাসা করে এমকি তর্কবিতর্ক জরিয়ে পরে এই সময় তাদের পরিকল্পনা অনুযায়ী একজন হঠাৎ দুর্বৃত্তরা উত্তেজিত হয়ে রাজীব পালকে মেরে ফেলার হুকুম দেয়। তখন তাদের হাতে থাকা দা, লাটি, চাকু বিদেশী অস্ত্র দিয়ে রাজীব পালকে এলোপাথারীভাবে মারধর শুরু করে। রাজীব পালের সুর চিৎকার শুনে আশপাশ লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আশপাশ লোকজন/পথচারী রাজীব পালকে এই অবস্থা দেখিয়া রিক্সায় তুলিয়া তার প্রাণ বাচাঁতে চিকিৎসার জন্য পাঠানটুলাস্থ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে চিকিৎসারত অবস্থায় আছে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া রাজীব পাল বাদী হইয়া গত ২৯/০৮/২০২৫ইং কোথোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেন।